সরকারের ভিশন ২০৪১ অর্জন তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের ভূমি বিষয়ক সেবা প্রাপ্তি সহজীকরণ,ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্য অবারিতকরণ,ভূমি ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত সকল কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশিতকরণের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের আওতায় ভূমি সংস্কার বোর্ড কর্তৃক LIMS (Land Information Management System) সফটওয়ারভুক্ত ১০টি মডিউল প্রস্তুত করা হয়েছে।
ভূমি ব্যবস্থাপনা অটোমাশন প্রকল্প বাস্তবায়িত হলে প্রত্যাশিত সেবাগ্রহীতা ভূমি অফিসে না গিয়ে ঘরে বসে মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে সেবা পাবেন। হাতের মুঠোয় ভূমিসেবা দেওয়া ভূমি অটোমেশন প্রকল্প এরমূল লক্ষ্য। ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ধরণের ভূমি সেবার প্রযুক্তিনির্ভর করা হবে।
ই-মিউটেশন, রিভিউ ও আপীল মামলা ব্যবস্থাপনা, অনলাইন ভূমি উন্নয়ন কর, রেন্ট সার্টিফিকেট মামলা ব্যবস্থাপনা, মিউটেটেড খতিয়ান, মিস মামলা ব্যবস্থাপনা, কৃষি ও অকৃষি খাসজমি ব্যবস্থাপনা, দেওয়ানি মামলা তথ্য ব্যবস্থাপনা, হাটবাজার ব্যবস্থাপনা, জলমহাল ব্যবস্থাপনা, বালু মহাল ব্যবস্থাপনা, চা-বাগান ব্যবস্থাপনা, ভিপি সম্পত্তি ব্যবস্থাপনা, ভূমি অধিগ্রহণ ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ বাজেট ব্যবস্থাপনা – ‘ল্যান্ড ইনফরমেশন সার্ভিস ফ্রেমওয়ার্ক’ সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে একই কাঠামোয় নিয়ে আসা হবে। এর পাশাপাশি একটি আন্তঃপরিচালনযোগ্য ডেটাবেজ তৈরি করে সরকারের অন্যান্য সব সেবার সঙ্গে সমন্বয় করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস