Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
online ld tax
Details

অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য যা করতে হবেঃ

#ঘরে বসেই ভূমি মালিক www.land.gov.bd অথবা www.ldtax.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে

ক) মোবাইল নাম্বার খ) ন্যাশনাল আইডি কার্ড নাম্বার ও গ) জন্মতারিখ লিখলে আপনার মোবাইল এ একটি ৬ ডিজিট এর OTP কোড যাবে।

#মোবাইল এ প্রাপ্ত কোড লিখে পরবর্তী বাটনে ক্লিক করলে আপনার নিবন্ধন সম্পন্ন হবে। #

নিবন্ধন সম্পন্ন হলে আপনি আপনার প্রোফাইল এর জন্য একটি পাসওয়ার্ড দিয়ে আপনাকে আপনার আইডিতে লগইন করতে হবে। #

আইডিতে প্রবেশ করে আপনি খতিয়ান অপশনে গিয়ে খতিয়ানের তথ্য দিলে আপনার কাজ শেষ।

পরবর্তী কাজ তহশিলদার করবেন।

#আপনি এই আইডি থেকে পরবর্তীতে ঘরে বসেই ভূমি উন্নয়ন কর দিতে পারবেন। তহশিল অফিসে যেতে হবে না।

অথবা, #আপনি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে উদ্যোক্তাদের সহযোগিতা নিয়ে নিবন্ধন করতে পারবেন। এক্ষেত্রে প্রতিটি নিবন্ধন এর জন্য উদ্যোক্তাগন ভূমি অফিস থেকে ১০ টাকা করে পাবেন।

এক্ষেত্রে নাগরিকদের কোন খরচ বহন করতে হবে না।

অথবা, #আপনি সংশ্লিষ্ট তহশিল অফিসে গিয়ে আপনার মোবাইল, এনআইডি কার্ড নাম্বার ও জন্ম তারিখ, খতিয়ান নিয়ে গিয়েও আপনার অনলাইন

কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে নাগরিকদের কোন টাকা খরচ করতে হবে না।

এছাড়া ভূমি মন্ত্রণালয়ের ১৬১২২ কল সেন্টারে ফোন করে এজেন্ট এর মাধ্যমে  নিবন্ধন করতে পারবেন।

সরকারের এই উদ্যোগ সফল করতে সকলের সহযোগিতা প্রয়োজন।

 

Images
Attachments
Publish Date
03/07/2021
Archieve Date
01/07/2023